জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি–কুবিসাস’। বুধবার (১ সেপ্টেম্বর) সমিতির দপ্তর সম্পাদক খালেদ মোর্শেদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১২ তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হয়েছেন নিউ এইজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইত্তেফাকের আহসান জোবায়ের।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন– সহ–সভাপতি মহিউদ্দিন রিফাত (যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তানভীর (দৈনিক আমাদের সময়), অর্থ সম্পাদক মাসুদ রানা (কালেরকণ্ঠ) এবং দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাকিবুল আহসান নিশাদ (দি বাংলাদেশ টুডে)। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রায়হান আহমেদ (জাগো নিউজ), জয়নুল হক (মানবজমিন) ও ইমরান হুসাইন (বাংলাদেশের খবর) নির্বাচিত হয়েছেন।
যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। জবিসাস’র নবনির্বাচিত পরিষদের সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ কঠোর পরিশ্রমের মাধ্যমে সাংবাদিকতায় উত্তরোত্তর সাফল্য বয়ে আনতে কাজ করে যাবেন।
এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়।