'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

Day: April 7, 2022

ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা কুবিসার’র সাংবাদিককে মারধরের নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্য দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজিব বণিকের উপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কতিপয় উশৃঙ্খল নেতাকর্মীদের হামলার প্রতিবাদ নিন্দা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

গত জানুয়ারি (শনিবার) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ২০৪ নম্বর কক্ষে আসন (সিট) নিয়ে কক্ষ সাথীদের (রুমমেট) সঙ্গে কথা বলছিলেন সাংবাদিক সমিতির সদস্য দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজিব বণিক। এক পর্যায়ে কোন কারণ ছাড়াই সজিব বণিকের তৈজসপত্র ভাংচুর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী রাজু আহমেদ। এতে বণিক প্রতিবাদ করলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিরাজ খলিফা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন বিষয়ক সম্পাদক মুনতাসির হৃদয়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমতিয়াজ শাহরিয়ার, ছাত্রলীগ কর্মী রাজু আহমেদ, ছাত্রলীগ কর্মী মুক্তার হোসাইনসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী রডলাঠি দিয়ে সাংবাদিক সজীবের উপর হামলা করে। হামলাকারীর কেউই ২০৪ নং কক্ষের বাসিন্দা নন। পরে খবর পেয়ে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ সজিব বণিককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা সাংবাদিকদের হুমকিও প্রদান করেন।

হলের নিজ কক্ষে সাংবাদিকের উপর এমন হামলায় সাংবাদিক সমিতি বিস্মিত। ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। ধরনের ন্যক্কারজনক ঘটনা সজিব বণিকসহ সাংবাদিক সমিতির কর্মীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করছেন। সাংবাদিক সমিতির সদস্যদের বিভিন্ন সময়ে হুমকি দেয়া, লাঞ্ছিত করা, মারধর, পেশাগত কাজে বাধা দেওয়া আজ নতুন নয়। এরুপ কর্মকাসাংবাদিক তথা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত। পূর্বেও এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডগুলোর বিচারের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততাই এর অন্যতম কারণ।

সমাজে সত্যের আয়না রুপি সাংবাদিকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেন দেশ তথা মানবজাতির জন্য কিন্তু প্রতিনিয়ত বিভিন্নভাবে তাঁরা অন্যায়ের শিকার হচ্ছেন। অপরাধীর পরিচয় যেমন ভিন্ন কিছু হতে পারে না তেমনি অপরাধীরা পার পেয়ে যেতে পারে না। অবিলম্বে সাংবাদিকের উপর ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দোষী নেতাকর্মীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

শাবি প্রেসক্লাব’র নবনির্বাচিত কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনশাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ২০১৯২০ কার্যনির্বাহী পরিষদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেকুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকুবিসাস বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানভীর সাবিক।

জানা যায়, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০১৯২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে হোসাইন ইমরান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) সাধারণ সম্পাদক পদে মেহেদী কবির (যুগান্তর) নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে আরাফ আহমদ (মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আফরান (সংবাদ), কোষাধ্যক্ষ মাসুদ আল রাজী (ডেইলী অবজারভার), দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে জিএম ইমরান হোসেন (ইত্তেফাক), নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন) আব্দুল্লাহ আল মাসুদ (দেশ রুপান্তর) নির্বাচিত হয়েছেন।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০১৯২০ কার্যনির্বাহী পরিষদের নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সমিতির মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনায় কুবিসাস’র নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইদুল মিঠুন, বার্তা২৪.কম এর প্রতিনিধি রুদ্র আজাদ, বাংলালাইভ২৪.কম এর প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জ্বল, বার্তাবাজারের প্রতিনিধি ইমরান হোসাইন হিমুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনকুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকুবিসাস বুধবার ( নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানভীর সাবিক।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষকশিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। মঙ্গলবার ( নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করলে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এতে হামলা চালায়। এসময় সংবাদ সংগ্রহকালে হামলার শিকার হন সাংবাদিকবৃন্দ।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন এবং হুমকি এদেশে নতুন কিছু নয়। পেশাদারিত্ব এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সংবাদ সংগ্রহ করতে গেলেই বরাবরের মতোই স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়তে হচ্ছে সাংবাদিকদের। সাংবাদিকদের উপর ধরনের ন্যাক্কারজনক মারধর হামলা সাংবাদিকতা তথা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত। পূর্বেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কর্তৃক প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। বিচারহীনতার সংস্কৃতিই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত অবস্থায় সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ ধরনের জঘন্য কাজ করতে সাহস না করে।

রাবি রিপোর্টাস ইউনিটির নবগঠিত কমিটিকে কুবিসাস’র অভিনন্দন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠনরাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটিরুরুএর ২০২০২১ কার্যনির্বাহী পরিষদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেকুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকুবিসাস সোমবার (৩০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানভীর সাবিক।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটির ৯ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে দ্যা ডেইলি স্টারের প্রতিনিধি আরাফাত রাহমান সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রিজভী আহমেদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি পদে হারুন অর রশিদ খুর্শিদ রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর রয় প্রণব জুয়েল মামুন, কোষাধ্যক্ষ ওয়াসিফ রিয়াদ, দপ্তর সম্পাদক রাশেদ শুভ্র, সাংগঠনিক সম্পাদক আশিক ইসলাম, প্রচার সম্পাদক শাহিনুর খালিদ, ক্রীড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, সমাজ কল্যাণ সম্পাদক মুজাহিদ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে জাহাঙ্গীর আলম, আসিফ আহমেদ দিগন্ত, তানভীর আহমেদ, ফুয়াদ পাবলো রায়া রামিসা রীতি নির্বাচিত হয়েছেন।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটির ২০২০২১ কার্যনির্বাহী পরিষদের নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।