গত ২০ এপ্রিল, ২০১৮ তে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) ২৩তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ এপ্রিল, ২০১৮ তে কার্যনির্বাহী পরিষদ–২০১৮ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠনতন্ত্রের ১৫ (ক) ধারা অনুযায়ী উক্ত সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের ৩ জন সম্মানিত শিক্ষকের সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার: জনাব মো: আইনুল হক,
সাবেক সভাপতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন–২০১৮।
নির্বাচন কমিশনার: জনাব কাজী ওমর সিদ্দিকী,
প্রাধ্যক্ষ, কাজী নজরুল ইসলাম হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
নির্বাচন কমিশনার: জনাব মাহবুবুল হক ভূঁইয়া,
বিভাগীয় প্রধান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।