'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

নাজমুল সবুজ’র মৃত্যুতে কুবিসাস’র শোক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) সাবেক দপ্তর সম্পাদক নাজমুল সবুজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। বুধবার (৩০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহাদাত বিপ্লব ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মুরাদ।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার বিচরণক্ষেত্রে নাজমুল সবুজ ছিলেন সদা তৎপর। বিশ^বিদ্যালয় জীবনে সাংবাদিকতা শেষ করে মূলধারার সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছিলেন নাজমুল সবুজ। সাংবাদিকতার প্রতি তাঁর স্পৃহা নবীনদেরকে অনুপ্রেরণা যোগাবে। সংগঠক হিসেবেও নাজমুল সবুজ ছিলেন অনন্য। কুবিসাস’র প্রতি তাঁর ত্যাগ ও অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকার মতিঝিলে বোনের বাসায় হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন নাজমুল সবুজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭।

বিবৃতিতে কুবিসাস নেতৃবৃন্দ বলেন, নাজমুল সবুজ’র মতো উদীয়মান তরুণ সাংবাদিকের বিয়োগ আমাদেরকে যারপরনাই ব্যথিত করেছে। সম্ভাবনাময় এক সাংবাদিককে হারিয়েছি আমরা। শোকাহত পরিবারের প্রতি সহানুভ‚তি প্রকাশ করার পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

 

ধন্যবাদান্তে,
(মুহা. মহিউদ্দিন মাহি)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *