'সত্য ও ন্যায়ের পথে অবিচল'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

Comilla University Journalist Association (CoUJA)

News

কুবিসাস’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রকাশনা উৎসব ও দায়িত্ব হস্তান্তর

কুবিসাস,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির (কুবিসাস) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রকাশনা উৎসব ও কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর  দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায়  বিজ্ঞান অনুষদের হলরুমে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানটি শুরু করেন প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের সঞ্চালনায় এবং সভাপতি মুহা. মহিউদ্দীন মাহি’র সভাপতিত্বে প্রধান আলোচক ও প্রকাশনার মোড়ক উন্মোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ  (পিআরবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সর্বশেষ কমিটির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও পিআইবি এর প্রশাসন পরিচালক মো: জাকির হোসেন।
প্রধান অতিথি বক্তব্যে উপ-উপাচার্য মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির স্লোগান “সত্য ও ন্যায়ের পথে অবিচল”। তবে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এত সহজ না। এটা ফেব্রুয়ারি মাস বাঙালির জীবনে একটা মাহেন্দ্রক্ষণ। আড়ায় হাজার বছরের বাঙালির যে ইতিহাস সেই ইতিহাসের শ্রেষ্ঠতম সময় ১৯৪৮ ও ৫২ সালের ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে মাথা নত না করার। সত্যের পথে অবিচল থাকতে।
তিনি আরও বলেন, ভালে-মন্দ পাশাপাশি থাকে। সেখানে থেকে আমাদের ভালোকে বেছে নিতে হবে। আজ কুবিসাস’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। যেটা একটা গৌরবের দিন।  বিশ্ববিদ্যালয়ের ১৮ বছরের যে অর্জন রয়েছে। সেই অর্জনের পিছনে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। আমাদের বড় বড় অর্জনগুলো জাতি জানতে পারে সাংবাদিকদের মাধ্যমে। তিনি আরোও আহ্বান করেন বিশ্ববিদ্যালয়ের অসংগতি ও সাফল্যগুলো তুলে ধরতে।
প্রধান আলোচক ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, দুর্নীতি নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি আলোচনায় আসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বর্তমানে শুধু এই উপাচার্য নয়, অনেক উপাচার্যের এমন ঘটনা রয়েছে। মূলত মেধাবীরা উপাচার্যের পদে আসতে চায় না। যার কারণে বর্তমানে এই অবস্থা সৃষ্টি হয়েছে। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে বহিষ্কার খুবই নিন্দনীয় একটি ঘটনা। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব সমাজেও পড়বে। আর বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা এমন থাকবেই তবুও আপনাদের কাজ করতে হবে। সাংবাদিকদের ঝুঁকি নিতেই হবে। সাংবাদিকদের কিছু কিছু বিষয়ে অ্যাক্টিভিসস্ট হতে হবে। কেননা সাংবাদিকরা জনগণের জনমত তৈরি করে।
কুবিসাসের সভাপতি মহিউদ্দিন মাহি বলেন,  বিশ্ববিদ্যালয়ে যাত্রা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু হয়। কুবিসাসের এক দশকের পথ চলা সবসময় প্রতিবন্ধকতা ছিল। বিভিন্ন সময় সমিতির সদস্যদের হুমকি ধামকি দিয়ে আসা হতো। এমনকি বন্দুক দিয়ে মাথায় খুলি উড়িয়ে দেওয়ার কথাও বলা হয়েছিল। তবুও সমিতির কোনো সদস্য কারো কাছে মাথা নত করেনি। গতবছর আমাদের এক সহকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে তবুও আমরা কোথাও আপস করি নাই। সমিতির সদস্যরা সবসময় দৃঢ়তার পরিচয় দিয়েছে।
আরও উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের ডিন ড. মাহামুদুল হাসান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী,
সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সহযোগী অধ্যাপক মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান, সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক মাসুম, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, প্রভাষক সোহরাব হুসাইন, প্রভাষক মো. কামরুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা এমরান, মাইটিভির জেলা প্রতিনিধি প্রতিনিধি আবু মুসা, ইনডিপেনডেন্ট টেলিভিশনের তানভীর দীপু, দৈনিক বাংলা ও এনটিভির জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু, এটিএন বাংলা নিউজের আনোয়ার হোসাইন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতাকর্মীরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

কুবিসাস’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রকাশনা উৎসব ও দায়িত্ব হস্তান্তর Read More »

কুবি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুবিসাস,

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস)’ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন শেষে বিকাল ৩টায় সাংবাদিক সমিতির অফিস রুমে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এবং ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হয়েছেন দৈনিক শেয়ার বিজের প্রতিনিধি মোহাম্মদ শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন দেশ রূপান্তরের প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী, অর্থ সম্পাদক হলেন বাংলাভিশন-অনলাইনের প্রতিনিধি মুরাদুল মুস্তাকিম মুরাদ, দপ্তর সম্পাদক হলেন দৈনিক কালবেলার প্রতিনিধি আবু শামা, তথ্য ও পাঠাগার সম্পাদক হলেন দৈনিক আমার বার্তার প্রতিনিধি চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ, কার্যনির্বাহী সদস্যরা হলেন দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি রকিবুল হাসান এবং আমাদের নতুন সময়ের প্রতিনিধি হাসান আল মাহমুদ।

উল্লেখ্য, নতুন এ কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৯ম কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

কুবি সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন Read More »

নাজমুল সবুজ’র মৃত্যুতে কুবিসাস’র শোক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) সাবেক দপ্তর সম্পাদক নাজমুল সবুজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। বুধবার (৩০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহাদাত বিপ্লব ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মুরাদ।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার বিচরণক্ষেত্রে নাজমুল সবুজ ছিলেন সদা তৎপর। বিশ^বিদ্যালয় জীবনে সাংবাদিকতা শেষ করে মূলধারার সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছিলেন নাজমুল সবুজ। সাংবাদিকতার প্রতি তাঁর স্পৃহা নবীনদেরকে অনুপ্রেরণা যোগাবে। সংগঠক হিসেবেও নাজমুল সবুজ ছিলেন অনন্য। কুবিসাস’র প্রতি তাঁর ত্যাগ ও অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকার মতিঝিলে বোনের বাসায় হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন নাজমুল সবুজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭।

বিবৃতিতে কুবিসাস নেতৃবৃন্দ বলেন, নাজমুল সবুজ’র মতো উদীয়মান তরুণ সাংবাদিকের বিয়োগ আমাদেরকে যারপরনাই ব্যথিত করেছে। সম্ভাবনাময় এক সাংবাদিককে হারিয়েছি আমরা। শোকাহত পরিবারের প্রতি সহানুভ‚তি প্রকাশ করার পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

 

ধন্যবাদান্তে,
(মুহা. মহিউদ্দিন মাহি)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)

নাজমুল সবুজ’র মৃত্যুতে কুবিসাস’র শোক Read More »