চবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (চবিসাস) নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। সোমবার (৩১ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব এ রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রুমান হাফিজ (ঢাকাপোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম (বাংলা ট্রিবিউন), ইফতেখারুল ইসলাম (মহানগর নিউজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজহার (বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম), অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান (দৈনিক যুগান্তর), ও নির্বাহী সদস্য তামিম আহমেদ শরীফ (দৈনিক ভোরের ডাক)।
যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। চবিসাস’র নতুন কমিটির সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপশক্তিগুলোকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়কে সঠিক পথে পরিচালনা করতে অগ্রণী ভ‚মিকা পালন করবেন।
এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন নেতৃদ্বয়।
ধন্যবাদান্তে,
(জুবায়ের রহমান)
দপ্তর সম্পাদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)
চবিসাস’র নতুন কমিটিকে কুবিসাস’র অভিনন্দন Read More »